রেডিও যশোর” (www.radiojessore.com) ২৪/৭ সরাসরী সম্প্রচারিত ইন্টারনেট রেডিও, যশোর, বাংলাদেশে। ভারতীয় উপমহাদেশের প্রথম “জেলা শহর যশোর” তথা বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা – যশোর, ডিজিটাল জেলা হিসাবে আরো এক ধাপ এগিয়ে দিতে যশোরের মানুষের শিল্প সাহিত্য ও সাংস্কৃতি পৃথিবীর সকল বাংলা ভাষা ভাষী মানুষের কাছে তুলে ধরার জন্য ইন্টারনেটের মধ্যমে ২৪ ঘন্টা সরাসরী রেডিও প্রোগ্রাম প্রচার করা রেডিও যশোরের প্রয়াস। “রেডিও যশোর” (www.radiojessore.com)- “মিনিল্যাব” (www.minilabbd.com) এর সহ যগি প্রতিষ্ঠান, “মিনিল্যাব” একটি সফটওয়্যার ও ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি যা রেডিও যশোরের মাধ্যমে সমগ্র দেশে ইন্টারনেট সুবিধা ভোগিদের কাছে বাংলা ভাষা সম্প্রসারণ করা।যা বিশ্বব্যাপী বাংলা সংস্কৃতির প্রতিনিধিত্ব হিসাবে কাজকরবে, শ্রতা যারা বাংলা ভাষাভাষী, দেশের অভ্যন্তরে অথবা বিদেশে বাস করে তাদের জন্য। পরীক্ষা মূলক ভাবে সম্প্রচার ২৫ আগস্ট, ২০১০ থেকে শুরু হয় এবং ১ লা জানুয়ারী, ২০১১ এ আনুষ্ঠানিক ভাবে চালু করা হয়। শুধুমাত্র বাংলা বিষয়বস্তু এই স্টেশনের মাধ্যমে প্রেরণ করা আমাদের উদ্দেশ্য।যা রেডিও যশোরের মাধ্যমে বাঙ্গালী সংস্কৃতি, সঙ্গীত, সংবাদ, সংবাদ পত্র বিশ্লেষণ, ঐতিহ্য, পর্যটন, দেশ বিদেশের বাংলা গান, অনুরোধের গান, শ্রতার আসর, কমপিউটার টিপস্, সরাসরি অনুষ্ঠান, জিবনের কিছু কথা, যশোরের বাজার, কৃষি সহ আরো অনেক বিষয় প্রচার করতে প্রতিশ্রুতিবদ্ধ। “যশোরের কথা মাটির সুর” এই শ্লোগান নিয়ে যশোরে সরবো প্রথম অনলাইন রেডিও, “রেডিও যশোর” (www.radiojessore.com) আনুষ্ঠানিক সম্প্রচার শুরু করে।
যশোরের শিল্প, সাহিত্য সাংস্কৃতি সারা পৃথিবীর বাংলা ভাষা-ভাষীদের কাছে তুলে ধরা।
যশোর তথা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রচার করা।
বাঙ্গালী সাংস্কৃতি, দেশ বিদেশের বাংলা গান, লোক সংগীত, অনুরোধের গান প্রচার করা।
যশোর তথা বাংলাদেশের কৃষি, শিল্প, বর্তমান বাজার-দর, কম্পিউটার টিপস্ এবং থেলাধুলার সংবাদ প্রচার করা।
যশোরের ঐতিহাসিক স্থান এবং স্মরনীয়-বরনীয়দের তথ্য প্রচার করা।