অবসর এর আত্মপ্রকাশ ২০০২ এ। সুমিত রায়ের তৈরী হরফ ফন্ট দিয়ে অবসরের সূচনা। ২০১৪ র এপ্রিল মাস থেকে বন্ধ হয়ে গেছে হরফ। কিন্তু লেখাগুলি হারিয়ে যায় নি। হরফ সংস্করণে সেগুলি পাওয়া যাবে। অবসরের নতুন লেখাগুলি শুধু ইউনিকোডেই প্রকাশিত হচ্ছে।
অবসর মূলতঃ তথ্যের ওয়েবসাইট। বিভিন্ন বিভাগের লেখাগুলি দেখলেই কী ধরণের লেখা এখানে প্রকাশিত হয় - সে বিষয়ে একটা ধারণা পাবেন। অবসর-এ লেখা পাঠাতে চাইলে UNICODE ফন্টে লিখে সেটা word ফাইল হিসেবে পাঠান। PDF বা অন্য কোনও format-এ নয়। অন্যান্য নিয়মাবলির জন্যে এইখানে ক্লিক করুন। প্রকাশিত লেখার জন্যে কোনও সম্মান-দক্ষিণার ব্যবস্থা নেই।