কোন একটা নির্দিস্ট স্ট্রাটেজি জানলেই কেউ সাকসেস ফুল এসইও প্রজেক্ট করতে পারবে না।
লিঙ্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় গুলো জানলে কোন সাইটের জন্য কি ধরনের লিঙ্ক প্রয়োজন হবে সেই রিকোয়ারমেণ্ট ঠিক করতে পারবে। রিকোয়ারমেণ্ট জানার পর সোর্স গুলো কি সেটা স্থির করতে পারবে।
রিকোয়ারমেণ্টের সাথে স্ট্রাটেজি গুলো ম্যাপিংয়ের পরের বিষয় হলো একজিকিউশন। প্রফেশনালদের এই বিষয় গুলো নিয়ে ভিত্তি তৈরি করে দিতে মাস্টারিং ফিউচার প্রুফ লিঙ্ক বিল্ডিং স্ট্রাটেজি কোর্সটি চালু করা হয়েছে। কোর্সটি ফ্রি।
মাস্টারিং স্ক্রাইস্ক্রেপার লিঙ্ক বিল্ডিং
মাস্টারিং ব্লগার আউটরিচ
মাস্টারিং ফিউচার প্রুফ লিঙ্ক বিল্ডিং ফাউন্ডেশন
অথরিটি নিশ সাইট বিল্ডিং