সভ্যতা মানুষকে সভ্য করেছে পোষাক পরিয়ে। কালক্রমে মানুষের মৌলিক চাহিদার অন্যতম এ উপাদানটি আজ সভ্যতা ও সংস্কৃতির মুখপাত্র। ফ্যাশন ঐতিহ্য লালনে পিছিয়ে নেই বাংলাদেশ। দিন দিন বাড়ছে মানুষের সচেতনতা, বাড়ছে ফ্যাশনে নতুন চাহিদা। ফ্যাশন সচেতনদের রুচি ও চাহিদাকে সামনে রেখে তেপান্তর গ্রুপের আয়োজন, ‘মাহির ফেব্রিকস্ এন্ড ডিজাইন’ এর। “বাংলার আসল রুপ” স্লোগানে ২০০৮ ইং সালে যাত্রা শুরু করে ইতোমধ্যে দেশের দশটি জেলায় প্রায় দুইশত দক্ষ শ্রমিকের নিপুন ছোঁয়ায় দেশীয় সংস্কৃতির পোষাকের ফ্যাশনে সুনামের অংশীদার হয়েছে। এর মাঝে কারচুপি, এমব্রয়ডারি, হাতের কাজ ও ব্লক-বাটিকের ডিজাইনের সমাহার উল্লেখযোগ্য।
‘মাহির ফেব্রিকস্ এন্ড ডিজাইন’ এর। “বাংলার আসল রুপ” স্লোগানে ২০০৮ ইং সালে যাত্রা শুরু করে ইতোমধ্যে দেশের দশটি জেলায় প্রায় দুইশত দক্ষ শ্রমিকের নিপুন ছোঁয়ায় দেশীয় সংস্কৃতির পোষাকের ফ্যাশনে সুনামের অংশীদার হয়েছে। এর মাঝে কারচুপি, এমব্রয়ডারি, হাতের কাজ ও ব্লক-বাটিকের ডিজাইনের সমাহার উল্লেখযোগ্য।