এ্যাম্বুলেন্স একটি জরুরী সেবামূলক ব্যবস্থা। রোগীকে দ্রুত হাসপাতালে স্থানান্তর, মৃত দেহ পরিবহনে এ্যাম্বুলেন্সের প্রয়োজন সবার আগে। ঢাকা শহরে বেশ কয়েকটি বেসরকারী প্রতিষ্ঠান মানব সেবার লক্ষ্যে এ্যাম্বুলেন্স সার্ভিস পরিচালনা করছে। আলিফ এ্যাম্বুলেন্স সার্ভিস তাদের মধ্যে অন্যতম। ১৯৯০ সাল থেকে প্রতিষ্ঠানটি রোগী পরিবহন ও মৃত দেহ স্বজনদের কাছে পৌছে দেওয়ার কাজে নিয়োজিত। বর্তামানে এসি ও নন এসি মিলিয়ে মোট ১৪ টি এ্যাম্বুলেন্স দিয়ে আলিফ এ্যাম্বুলেন্স সার্ভিস তাদের সেবা কার্যক্রম পরিচালনা করছে।
সাধারণত এ্যাম্বুলেন্সগুলোতে রোগীসহ ৭ থেকে ৮ জন মানুষ ধারণ ক্ষমতা থাকে। তরল অক্সিজেনের ব্যবস্থাও আছে। তবে এসি ও অক্সিজেনের প্রয়োজন হলে আগে থেকে আলিফ এ্যাম্বুলেন্স কর্তৃপক্ষকে জানাতে হবে। লাশ পরিবহনে আলিফ এ্যাম্বুলেন্স সার্ভিসের তিনটি ফ্রিজিং গাড়ী রয়েছে।